bn_obs-tn/content/02/02.md

1.5 KiB

প্রবঞ্চক

চালক আর ধূর্ত, প্রবঞ্চনার অভিপ্রায়ের সাথে৷

সর্প

একটি সম্প্রসারিত, পা হীন ভুচর যা এখন বুকে হেঁটে চলে৷ যদিও কাহিনীর পরের ভাগে এটি প্রকাশিত করা হয় যে সেই সর্পটি সয়ং শয়তান ছিল, সেটি কাহিনীর এই অংশে বলা উচিত হবে না৷

সত্যিই কি ঈশ্বর তোমাদেরকে বলেছেন

সাপটি স্ত্রীকে জিজ্ঞেসা করেছিল যে ঈশ্বর কি আসলে উদ্যানের কোনও বৃক্ষ থেকে ফল খেতে বারণ করেছেন? কিন্তু আসলে সে কেবল না জানার ভান করছিল যে ঈশ্বর তাদের কি বলেছিলেন কারণ সে স্ত্রীর মনে সন্দেহ উৎপন্ন করতে চাইছিল৷ সে চাইছিল সে (হবা) ঈশ্বরের সদগুণের উপর প্রশ্ন তুলুক৷

কোনও বৃক্ষের ফল

সকল বিভিন্ন প্রভৃতির গাছপালার নানান ধরনের ফলসমূহ৷