bn_obs-tn/content/01/13.md

1.1 KiB

গভীর নিদ্রা

এটি সাধারণ নিদ্রার চেয়ে গভীর৷

আদমের একটি পাঁজরের হাঁড় নিলেন আর বানালেন

আদম থকে পাঁজরের হাঁড় নেওয়া আর সেটিকে নারীতে পরিনত করার ক্রিয়া শব্দটি ইঙ্গিত করে ঈশ্বরের খুবিই ব্যক্তিগত কার্যটিকে৷

একটি নারী

তিনি ছিলেন প্রথম নারী, মনুষ্য জাতির স্ত্রী রূপ যা এখন পর্যন্ত নিরুদ্দেশ ছিল৷

তার কাছে তাকে আনলেন

ঈশ্বর ব্যক্তিগতভাবে তাদের পরিচয় করালেন৷ তিনি নারীকে আদমের কাছে প্রস্তুত করলেন, প্রায় একটি বিশেষ উপহার স্বরূপ৷