bn_obs-tn/content/01/06.md

1.2 KiB

চতুর্থ দিন

সুশৃঙ্খল দিনগুলোর ক্রমানুসারে আগামী দিনে যেখানে ঈশ্বর সৃষ্টি করলেন৷

ঈশ্বর বললেন

ঈশ্বর সূর্য, চন্দ্র, আর তারাদের একটি আদেশ বলার দ্বারা সৃষ্টি করলেন৷

আলো

আকাশের উজ্জ্বল বস্তুগুলো এখন পৃথিবীর জন্য আলো প্রদান করে৷

দিন আর রাত, ঋতু আর বছরসমূহ

ঈশ্বর একটি ভিন্ন আলোর সৃষ্টি করলেন সময়ের প্রত্যেক ছোট থেকে বড় ক্ষণকে চিহ্নিত করার জন্য আর তাদের অন্তিম সময় পর্যন্ত অবিরত পুনরাবৃত্তির জন্য নির্ধারিত করলেন৷

সৃষ্টি হয়েছিল

এই শব্দটি এই অর্থে এখানে প্রয়োগ হয়েছে যে কিছু