bn_obs-tn/content/01/04.md

1.1 KiB

তৃতীয় দিন

সুশৃঙ্খল দিনগুলোর ক্রমানুসারে আগামী দিনে যেখানে ঈশ্বর ভূমিকে জীবনের জন্য প্রস্তুত করলেন৷

ঈশ্বর বললেন

ঈশ্বর শুকনো ভূমির সৃষ্টি একটি আদেশ বলার দ্বারা করেছিলেন৷

ভূমি

এই শব্দটি এখানে ধুলা বা মাটি উল্লেখ করার জন্য ব্যবহার করা হয়েছে, যার দ্বারা শুকনো ভূমি গঠিত হয়৷ 01-01-তে “ভূমি” শব্দটি সম্পূর্ণ বিশ্বকে উল্লেখ করে যার উপর মানুষ বসবাস করে৷

সৃষ্টি হয়েছিল

এই শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে এই অর্থে যে কিছু