bn_obs-tn/content/01/03.md

1.1 KiB

দ্বিতীয় দিন

ঈশ্বরের সৃষ্টির কার্য সুশৃঙ্খল, উদ্দেশ্যপূর্ণ আর ক্রমানুসার ছিল৷ যা কিছু তিনি প্রত্যেক দিন সৃষ্টি করেছিলেন তা গঠিত হয়েছিল ও নির্ভরশীল ছিল গত দিনগুলির কার্যগুলোর উপর৷

ঈশ্বর বললেন

ঈশ্বর আকাশের সৃষ্টি একটি আদেশ বলার মাধ্যমে করেছিলেন৷

সৃষ্টি করেছিলেন

ঈশ্বর আকাশকে কিছুনা (শূন্য) থেকে সৃষ্টি করেছিলেন৷

আকাশ

এই শব্দটি পৃথিবীর উপরের সকল স্থানকেই উল্লেখ করে, বাতাস যা আমরা নিঃশ্বাসে নিই আর স্বর্গসমূহও এতে অন্তর্ভুক্ত৷