as_tw/bible/other/punish.md

6.1 KiB

শাস্তি, শাস্তিবোৰ, শাস্তি, শাস্তিদাতা, শাস্তি, শাস্তি নিদিয়া

সংজ্ঞা:

"শাস্তি" শব্দটি হচ্ছে একজনকে ভুল কিছু করার জন্য একটা নেতিবাচক পরিণতির কারনে । "শাস্তি" শব্দটি এই ভুল আচরণের ফলাফল হিসাবে প্রদত্ত নেতিবাচক ফলাফলকে বোঝায় ।

  • উৎসাহ শাস্তি দেয়ার উদ্দেশ্যে প্রায়ই শাস্তির বিধান করা হয় ।
  • যখন তারা তাকে অমান্য করেছিল, তখন আল্লাহ তা ' আলা তাদেরকে পাকড়াও করলেন । তাদের পাপের দরুন ঈশ্বর তাদের শত্রুদের আক্রমণ করতে এবং তাদের হস্তগত করার অনুমতি দেন ।
  • আল্লাহ তা ' আলা অত্যন্ত সৎ ও মন্দ, তাই তাকে পাপ শাস্তি দিতে হবে । প্রত্যেক মানুষ আল্লাহর বিরুদ্ধে পাপ করেছে এবং শাস্তি পাবার যোগ্য ।
  • যীশু সব কিছুর জন্য যে সব মন্দ কাজ করেছেন তার শাস্তি হল । তিনি প্রত্যেক ব্যক্তিকে শাস্তি দিয়েছেন, যদিও তিনি কোন অন্যায় করেননি এবং তিনি শাস্তি পাবার যোগ্য ছিলেন না ।
  • "যোৱা দণ্ড নিদিও" এবং "দণ্ডহীনভাবে জীয়াই থাকা" মানে তাদের অপকর্মের জন্য মানুষকে শাস্তি না দেয়ার সিদ্ধান্ত নিতে । ঈশ্বৰে প্ৰায়ে পাপ কৰা লোকসকলক দণ্ড নিদিবলৈ মনপালটন কৰালৈ অপেক্ষা কৰে।

(পুনৰ চাওক: মাত্র, মনপালটন, ধার্মিকতা, পাপ)

বাইবেলৰ উল্লেখবোৰ:

বাইবেলৰ কাহিনীৰ পৰা উদাহৰণ:

  • 13:07 ঈশ্বৰে অনেক আইন ও নিয়ম মানি চলিবলৈ দিলে । যদি লোকেরা এই সমস্ত আইন মেনে চলতে থাকে, তাহলে আল্লাহ তাদের আশীর্বাদ করবেন এবং তাদের রক্ষা করুন । যদি তারা তাদের অবাধ্যতা করে, ঈশ্বৰে শাস্তি তেওঁলোকক।
  • 16:02 কারণ ইস্রায়েলীয়েরা তাঁকে ধরে রেখেছে,, তেওঁ শাস্তি দিয়ে তাদের শত্রুদের পরাস্ত করতে তাদের বাধা দেয় ।
  • 19:16 নবীদের এই লোকদের সাবধান করে দিলেন যে তারা যদি মন্দ কাজ না করে তাহলে তারা ঈশ্বৰৰ প্রতি উৎকর্ণ হবে, অতঃপর আল্লাহ তাদেরকে দোষী সাব্যস্ত করে দেন, আর তিনি শাস্তি তেওঁলোকক।
  • 48:06 যীশু সেই পূর্ণ মহা পুৰোহিত হয়ে গেলেন শাস্তি প্রত্যেক পাপের জন্য যে কেউ কখনও অপরাধ করেছে ।
  • 48:10 যখন ঈসা মসীহ্ কে বিশ্বাস করেন, তখন যীশুর রক্ত সেই ব্যক্তির পাপের দিকে নিয়ে যায় আৰু ঈশ্বৰৰ দণ্ডাজ্ঞা তেওঁৰ ওপৰত পৰে।
  • 49:09 কিন্তু ঈশ্বর তাঁর একমাত্র ছেলেকে এতটাই ভালবাসতেন যে ঈসা মসীহ্ কে বিশ্বাস করেন না শাস্তি তার পাপের জন্য, কিন্তু চিরকাল ঈশ্বৰৰ সৈতে জীয়াই থাকিব ।
  • 49:11 ঈসা মসীহ্ কখনো পাপ করেননি, কিন্তু তিনি শাস্তি হয়ে মৃত্যুবরণ করেছেন এবং পৃথিবীর প্রত্যেক ব্যক্তির পাপের পাপ ও গোনাহ দূর করার জন্য তিনি মারা গেলেন ।

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H3027, H3256, H4148, H4941, H5221, H5414, H6031, H6064, H6213, H6485, H7999, H8199, G1349, G1556, G1557, G2849, G3811, G5097