as_tw/bible/other/praise.md

4.7 KiB

প্রশংসা, প্রশংসাবোৰ, প্রশংসিত, প্রশংসা কৰা, প্ৰশংসাৰযোগ্য

সংজ্ঞা:

কারো প্রশংসা করতে হলে ওই ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ ও সম্মান প্রকাশ করা উচিত ।

  • মানুষ মহান ঈশ্বৰৰ প্রশংসা করে এবং পৃথিবীর স্রষ্টা ও ত্রাণকর্তা হিসেবে তিনি যা করেছেন তার সব বিস্ময়কর বিষয় ।
  • সমস্ত প্রশংসা ঈশ্বৰৰ জন্য, যা তিনি করেছেন তার জন্য কৃতজ্ঞ ।
  • সঙ্গীত ও কীর্তন প্রায়ই ঈশ্বৰৰ প্রশংসা করার উপায় হিসেবে ব্যবহৃত হয় ।
  • প্রশংসা ঈশ্বৰৰ তারই অংশ, যার অর্থ তার ইবাদত ।
  • "প্রশংসা"-এর শব্দটি অনুবাদ করা হতে পারে "ভালো কথা বলা" অথবা "শব্দের সাথে উচ্চ সম্মান" বা "ভাল কথা" বলার জন্য ।
  • "প্রশংসা" এর সাযুজ্য অনূদিত হতে পারে "কথিত সম্মান" বা "ভাষণে যে সম্মাননা" বা "সম্পর্কে ভালো কথা বলা."

(পুনৰ চাওক: আৰাধনা)

বাইবেল রেফারেন্স:

বাইবেল কাহিনী থেকে উদাহরণ:

  • 12:13 ইস্রায়েলীয়েরা তাদের নতুন স্বাধীনতা উদযাপনের জন্য অনেক গান গেয়েছেন এবং প্রশংসা কারণ ঈশ্বৰ তাদেরকে মিসরীয় সেনাবাহিনী থেকে উদ্ধার করেছেন ।
  • 17:08 যেতিয়া দায়ুদে এই কথা শুনিলে, তেওঁ তৎক্ষণাত ধন্যবাদ দিলে আৰু প্রশংসা কৰিলে ঈশ্বৰৰ, কাৰণ তেওঁ দায়ুদক প্রতিজ্ঞা কৰিছিল এনে মহান সন্মান আৰু বহু আশীর্বাদ দিবলৈ।
  • 22:07 জখৰিয়াই ক’লে, "প্রশমসা কৰা ঈশ্বৰৰ, কারণ তিনি তাঁর লোকদের স্মরণ করেছেন!
  • 43:13 তেওঁলোকে (শিষ্যসকলে) আনন্দ কৰিলে প্রশংসা কৰিলে ঈশ্বৰৰ, তেওঁলোক একত্রিত হ’ল আৰু তেওঁলোকৰ যি আছে, সেই সকলো ইজনে আনজনৰ সৈতে ভগাই ল’লে।
  • 47:08 তেওঁলোকে পৌল আৰু চীলক অতি সুৰক্ষিত ঠাইত বন্দী কৰি থ’লে আৰু তেওঁলোকৰ ভৰিতো শিকলি লগাই ৰাগিলে। তেতিয়া মাজৰাতি, তেওঁলোকে গান গালে প্ৰশংসা কৰিলে ঈশ্বৰৰ।

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H1319, H6953, H7121, H7150, G1229, G1256, G2097, G2605, G2782, G2783, G2784, G2980, G3853, G3955, G4283, G4296