as_tw/bible/other/furnace.md

1.4 KiB

ভাটি

তথ্য:

ভিত খুব বড় ওভেন উচ্চ তাপমাত্রা পাত্র গরম কাজে ব্যবহার করা হয়।

  • প্রাচীনকালে, অধিকাংশ ভাটিবোৰ গলে যাওয়া ধাতু জন্য রান্নার পাত্র, গয়না, অস্ত্র ও প্রতিমা যেমন বস্তুর তৈরী করত।
  • ভাটিবোৰত মাটির পাত্র তৈরি করা হয়।
  • মাঝে মাঝে ভাটির দিকে বাস্তবিকভাবেই কিছু খুব গরম হয় ব্যাখ্যা করার উল্লেখ করা হয়।

(পুনৰ চাওক: দেৱতা, প্ৰতিমূৰ্তি)

বাইবেলৰ উল্লেখবোৰ:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H861, H3536, H3564, H5948, H8574, G2575