as_tw/bible/other/fig.md

2.6 KiB

ডিমৰু, ডিমৰুবোৰ

সংজ্ঞা:

ডুমুর একটি ছোট, কোমল, মিষ্টি ফল যা গাছের ওপর জন্মায় । যেতিয়া ই পকে, তেতিয়া এই ফলৰ ৰং বিভিন্ন ধৰণৰ হয়, যেনে বাদামী, হালধীয়া বা বেঙুনীয়া ৰঙৰ হয়৷

  • ডুমুর গাছের উচ্চতা ৬ মিটার বেড়ে যেতে পারে এবং তাদের বিশাল পাতার স্নিগ্ধ ছায়ায় প্ৰশান্তি আনি দিয়ে৷। ফল প্রায় 3-5 ইঞ্চি লম্বা হয়।
  • আদম আর ইভ ডুমুর গাছ থেকে পাতা পরে তারা পাপ করেছিল নিজেদের জন্য পোশাক তৈরি করতে ব্যবহার করা।
  • ডুমুর ফল কাঁচা, রান্না করা হয়, অথবা শুকনো খাওয়া যেতে পারে। মানুষ ছাড়াও কাটবেন তাদের ছোট ছোট টুকরো তাদের কেক খাওয়ার পরে এ প্রেস করুন।
  • বাইবেলের যুগে ডুমুর ফল খাবার ও আয়ের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ছিল।
  • উপস্থিতি ফলপ্রসূ ডুমুর গাছের ঘন ঘন বাইবেলে সমৃদ্ধির প্রতীক হিসেবে উল্লেখ রয়েছে।
  • বেশ কয়েকবার যীশু ডুমুর গাছের তাহার আধ্যাত্মিক সত্যসমূহ সাক্ষাৎ করিয়া তাঁর শিষ্যদের এই বলে শিক্ষা দিতে ব্যবহার করা হয়েছে।

বাইবেলৰ প্ৰসংগবোৰ:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H1061, H1690, H6291, H8384, G3653, G4808, G4810