as_tw/bible/names/sinai.md

3.1 KiB

চীনয়, চীনয় পর্বত

তথ্য:

সিনাই পর্বতের পাদদেশে অবস্থিত এই পাহাড়টি এখন সিনাই উপদ্বীপ নামে পরিচিত দক্ষিণ অংশে অবস্থান করছে । এটি "মাউন্ট হর্ব" নামেও পরিচিত ছিল ।

  • সিনাই পর্বতের একটি বড় অংশ হল পাথুরে মরুভূমি ।
  • তারা যখন মিসর দেশ থেকে প্রতীজ্ঞাৰ ভূমিতে আরোহণ করল, তখন তারা সিনাই পর্বতে উপস্থিত হল ।
  • ঈশ্বৰে মূসাকে দশটি হুকুম দান করেছেন,

(পুনৰ চাওক: মরুভূমি, মিচৰ, হোৰেব, প্রতিজ্ঞাৰ ভুমি, দহ আজ্ঞা)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেল কাহিনী থেকে উদাহরণ:

  • 13:01 ঈশ্বর যখন লোহিত সাগরের মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের নেতৃত্ব দেন, তখন তিনি তাদের তুলে নিয়ে যান একটি পাহাড়ের মধ্য দিয়ে, যাক কোৱা হয় চীনয়.
  • 13:03 তিন দিন পাছত, মানুষ নিজেদেৰ আধ্যাত্মিক প্রস্তুত ছিল পাছত, ঈশ্বৰ উপরে নেমে এসেছিলেন চীনয় পর্বতত বজ্র, বিদ্যুৎ, ধোঁয়া, এবং একটি বিকট শব্দৰে সৈতে ।
  • 13:11 আর নিঃসন্দেহ মূসা ছিলেন তাঁর শীর্ষে চীনয় পর্বতত ঈশ্বৰৰ সৈতে কথা পাতি।
  • 15:13 তখন যিহোশূয় ইস্রায়েলীয়দের মনে করিয়ে দিলেন যে, ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন তা পালন করবার জন্য, চিনয়.

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H2022, H5514, G3735, G4614