as_tw/bible/names/jehu.md

2.5 KiB

যেহূ

তথ্য:

যেহূ নমেৰে পুৰণি নিয়মত দুই জন ব্যক্তিৰ নাম ছিলেন ।

  • হানানি ছেলে ইস্রায়েলের রাজা ও যিহূদার রাজা যিহোশাফটের reigns সময় নবী ছিলেন ।
  • যিহূদার রাজা যিহোশাফটের বংশের মধ্যে যেহূ তাঁর ছেলে ছিলেন । তিনি নবী ইলীশায় অভিষিক্ত ছিলেন ।
  • রাজা যেহূ দু ' টি অশুভ রাজাকে হত্যা করেছিলেন, ইস্রায়েলের রাজা বিঁধল ও যিহূদার রাজা অহসিয় ।
  • রাজা যেহূ সাবেক রাজার সমস্ত আত্মীয়-স্বজনকে হত্যা করেছেন এবং মন্দ রানী ঈষেবল নিহত হয়েছেন ।
  • রাজা যেহূ বাল দেবতার সমস্ত জায়গা ধ্বংস করে দিলেন, আর বাল-দেবতার সব নবীদের মেরে ফেলল ।
  • রাজা যেহূ একমাত্র ঈশ্বর, ' ইয়াওয়ে ' এবং রাজা-আট বছর ধরে ইস্রায়েলের উপর রাজত্ব করেছিলেন ।

(অনুবাদের পরামর্শ: নাম অনুবাদ)

(পুনৰ চাওক: আহাব, আহাজিয়া, বাল, এলিচা, যিহোশাফট, যেহূ, ঈষেবল, যোৰাম, যিহূদা, চমৰীয়া)

বাইবেলৰ উল্লেখবোৰ:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H3058