as_tw/bible/names/daniel.md

2.9 KiB

দানিয়েল

তথ্যবোৰ:

দানিয়েল নামে এক যুবককে নিয়ে যাওয়া হয় বন্দী ব্যাবিলনীয় রাজা নবূখদ্ নিৎসর বণিকেরা খ্রিস্টপূর্ব ইস্রায়েলীয় নবী ছিলেন।

  • এই সময়, যা সত্তর বছর যিহূদার অন্যান্য অনেক ইস্রায়েলীয়দের বন্দী করে বাবিলে নিশীথে ছিল।
  • দানিয়েল ব্যাবিলনীয় বেল্টশৎসর নাম দেওয়া হয়েছিল।
  • দানিয়েল আল্লাহর আনুগত্য সম্মানিত ও সৎকর্ম কম ছিল।
  • ঈশ্বৰে দানিয়েলৰ জড়িয়তে ব্যাবিলনীয় রাজাসকলৰ কাৰণে বেশ কয়েকটি স্বপ্ন বা স্বপ্নের ব্যাখ্যা করতে সক্ষম।
  • এই ক্ষমতার কারণে এবং তাঁর মহান চরিত্রের কারণে, ড্যানিয়েল ব্যাবিলনীয় সাম্রাজ্যের উচ্চ নেতৃত্বের পদ প্রদান করা হয়।
  • অনেক বছর পরে, Daniels শত্রু ব্যাবিলনীয় রাজা দারিয়াবস চক্রান্তের শিকার রাজা ছাড়া আর কাউকে পূজা নিষেধ আইন তৈরীর মধ্যে। দানিয়েল তাকে গ্রেফতার করা হয় এবং লায়ন্স ডেন মধ্যে নিক্ষিপ্ত হবে। তাই আল্লাহ্ র কাছে প্রার্থনা করতে লাগল। কিন্তু ঈশ্বৰে তেওঁক উদ্ধাৰ কৰিলে আৰু তেওঁৰ কোনো ক্ষতি নহ’ল৷

(অনুবাদ উপদেশ: কেনেকৈ নামবোৰ অনুবাদ কৰিব)

(পুনৰ চাওক: বেবিলন, নবুখদনেজৰ)

বাইবেলৰ উল্লেখবোৰ:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H1840, H1841, G1158