as_tw/bible/names/amnon.md

1.0 KiB

অম্মোন

তথ্য:

অম্নোন ছিল রাজা দায়ূদের সবচেয়ে বড় ছেলে । তাঁর মা ছিলেন রাজা দায়ূদের স্ত্রী আহইনো ।

  • অম্নোন তার অর্ধেক বোন তামর কে ধর্ষণ করেছে, আর সে ছিল অবশালোমের বোন ।
  • এর দরুন অবশালোম অম্নোনকে ষড়যন্ত্র করে মেরে ফেলল ।

(পুনৰ চাওক: দায়ুদ, অবচালোম)

বাইবেল তথ্যসূত্র:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H550